‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’ এ দেশের আহলে হাদীস জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মুল সংগঠন। এদেশের আহলে হাদীসগণ এই তাওহীদী প্লাটফর্মে ঐক্যবদ্ধ। ১৯০৬ সালে এক বিশাল ঐতিহাসিক সম্মেলনে গঠিত হয় ‘অল ইন্ডিয়া আহলে হাদীস কনফারেন্স’ । অতঃপর ইংরেজ শাসনের অবসান এবং দেশ বিভাগের প্রাক্কালে এ উপমহাদেশে আহলে হাদীসদের অস্তিত্ত রক্ষার প্রয়োজনে অনন্য ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক, যুগশ্রেষ্ঠ আলেম ও সংস্কারক ‘আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল হাফূ আল কোরাইশী’ এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘নিখিল বঙ্গ ও আসাম জমঈয়তে আহলে হাদীস’ ।
সময়ের পালাবদলে আজকের ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’ মুলত ১৯০৬ সালে প্রতিষ্ঠিত ‘অল ইন্ডিয়া আহলে হাদীস কনফারেন্স’ এর ধারাবাহিকতার সর্বশেষ রুপ- যার সুচনা হয় সাহাবী রাযিয়াল্লাহু আনহুমগনের আমলে।
আলহামদুলিল্লাহ! এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজও জমঈয়তে আহলে হাদীস এর দাওয়াহ ও তাবলীগ বিদ্যমান। সুতরাং এখনো যারা বিচ্ছিন্নভাবে জীবন যাপন করছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহবান! আসুন, জমঈয়তে আহলে হাদীস এর প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে “তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” এই আয়াতের উপর আমল করি।